শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘প্রজাপতি উড়লে প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয়েছে প্রজাপতি মেলা ২০২৫-এর ১৫তম আসর।
প্রজাপতি সংরক্ষণ ও জীববৈচিত্র্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ বর্ণিল মেলার আয়োজন করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসান সকাল ১০টায় জহির রায়হান মিলনায়তনের সামনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মানসুরুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রজাপতিসহ সকল জীবকে আমাদের সহমর্মিতা ও যত্ন দিয়ে রক্ষা করতে হবে। মানুষ হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে এবং এসব প্রাণী আমাদের ওপর নির্ভরশীল।’
তিনি বন্যপ্রাণী সংরক্ষণের নৈতিক দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে জীববৈচিত্র্য রক্ষায় কীটনাশকের পরিবর্তে টেকসই ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানান। উপাচার্য আরও বলেন, ‘মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি ধরে রাখতে হবে, যাতে সমাজ অবনতির দিকে না যায়।’
মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন বলেন, ‘প্রজাপতি মেলা দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে রয়েছে। ভবিষ্যতেও এটি তরুণ প্রজন্মের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাফরুহি সাত্তার, মৌসুমি ইন্ডাস্ট্রিজের পরিচালক কাজী রাজিউদ্দিন আহমেদ চপল, সাউথইস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাসুম উদ্দিন খান, বন বিভাগের প্রধান বনসংরক্ষক আমীর হোসেন চৌধুরী, আইইউসিএন বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ও বন বিভাগের সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক আহমেদ, জেইউসিইউর সহসভাপতি আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম।
এ বছর পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য খ্যাতিমান বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আলি রেজা খানকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড- ২০২৫ প্রদান করা হয়। প্রজাপতি গবেষণা ও আগ্রহের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নূরে আফসারি ও শাহরিয়ার রাব্বি তন্ময়কে বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড- ২০২৫ দেওয়া হয়। আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন সিয়েদ আব্বাস, মাহমুদুল বারী এবং প্রিন্স পল জয়।
দিনব্যাপী এই মেলায় র্যালি, পাপেট শো, শিশুদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড়ানো, বিতর্ক প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং প্রজাপতি সনাক্তকরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাটারফ্লাই পার্ক ও রিসার্চ সেন্টারে প্রজাপতি-বান্ধব গাছপালা, জীবন্ত প্রজাপতি ও প্রজনন স্থল নিয়ে সাজানো উন্মুক্ত উদ্যান সারাদিন দর্শনার্থীদের জন্য খোলা ছিল।
এ বছর মেলার টাইটেল স্পনসর ছিল ‘কিউট’। সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো- প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আন্তর্জাতিক প্রকৃতি ও সম্পদ সংরক্ষণ সংস্থা (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন এবং বাংলাদেশ বন বিভাগ। গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল চ্যানেল আই এবং রেডিও ভূমি।