শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণির পরীক্ষা-২০২৭ রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য ফের সুযোগ দেয়া হয়েছে।
এ পর্যায়ে রেজিস্ট্রেশন ৭ ডিসেম্বর শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
মাদরাসা শিক্ষা বোর্ড এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বোর্ডের আওতাধীন সব অনুমোদিত মাদরাসা অধ্যক্ষ ও সুপারকে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল নবম শ্রেণির (পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধের সময় ৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এ তারিখের মধ্যে বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ই-এসআইএফ পূরণ করে তথ্য এন্ট্রি করতে পারবেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে পারবেন। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর কোন তথ্য এডিট বা ডিলেট করার সুযোগ থাকবে না।