শিরোনাম

টাঙ্গাইল, ৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আজ জেলার সদর উপজেলার সকল মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের চারাবাড়ী বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় ও বাদ জুমা দোয়ায় অংশ নেন টাঙ্গাইল- ৫ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
এ দোয়া মাহফিলে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
শুক্রবার জুমার নামাজের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইল সদর উপজেলার সকল মসজিদে একযোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।