শিরোনাম

বাগেরহাট, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মোল্লাহাটে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণিসম্পদে হবে উন্নতি’ ও ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে আজ বুধবার প্রাণিসম্পদ সপ্তাহ শুরু হয়। এ উপলক্ষে গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রাণিসম্পদ মেলায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট থানার ওসি মো. ফজলুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়র রহমান, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী মিয়া, উপপুলিশ পরিদর্শক রামপ্রসাদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মো. আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হক, প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা মাসুদ প্রমুখ।
এছাড়া খামারি সঞ্জয় মজুমদার, লক্ষ্মিরানী ও ফয়সাল আহমেদ তাদের অভিজ্ঞতা তুলে ধরে খামারিদের স্বাবলম্বী করতে সরকারি সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, পোনা মাছসহ বিভিন্ন প্রাণিসম্পদ ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করা হয়। খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করে পুরস্কৃত করা হয়।