শিরোনাম

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব-১ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রিজওয়ানা নূরের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনগুলো করেছেন সংস্থার সহকারি পরিচালক আবুল কালাম আজাদ।
আবেদনে বলা হয়েছে, মুহাম্মদ আশরাফুল আলম (খোকন) ও তার স্ত্রী রিজওয়ানা নূরের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহারপূর্বক নিজ নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তাদের নামীয় তিনটি ব্যাংক হিসাবে সন্দেহজনক অর্থ লেনদেন করে তা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করার অভিযোগ তদন্তাধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।
এছাড়া, আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রিজওয়ানা নূরের আয়কর নথির শুরু হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ পর্যালোচনা পূর্বক সাক্ষ্য-স্মারক প্রদানের লক্ষ্যে সত্যায়িত ফটোকপি (একসেট) এবং মামলার আলামত হিসাবে জব্দকরণের লক্ষ্যে আদেশ দানের প্রার্থনা করা হয়েছে।