বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৭:০৬

চট্টগ্রামে কোস্ট গার্ডের তারুণ্যের উৎসব শীর্ষক ভূমিকম্প বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব- ২০২৫’ শীর্ষক ভূমিকম্প পরবর্তী কার্যক্রম ও উদ্ধার অভিযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের আয়োজনে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ কর্মশালায় নিমতলা বিশ্বরোড ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় দুর্যোগকালীন প্রস্তুতি এবং সচেতনতা বাড়াতে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। 

কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।