বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৯

রাজশাহী সীমান্তে জাটকা ইলিশ ও কারেন্ট জাল জব্দ

রাজশাহী, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে জাটকা ইলিশ ও কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার সন্ধ্যায় রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ প্রেমতলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা থেকে ইলিশ ও জাল জব্দ করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ প্রেমতলী বিওপি বিজিবি’র টহল দল সীমান্ত পিলার ৪৭/৭-এস ২০০ গজ থেকে বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহীর গোদাগাড়ী থানাধীন ফরাতপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় ওই টিম মালিকবিহীন অবস্থায় সাড়ে ২৪ কেজি ঝাটকা ইলিশসহ ৪০ কেজি কারেন্ট জাল জব্দ করে।

জব্দকৃত কারেন্ট জাল গোদাগাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।