বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

রাঙ্গামাটিতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে ডিসি

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় শিক্ষার মান যাচাইয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি প্রথমে শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয় এবং পরে দুপুর দেড়টায় মুজাদ্দেদ-ই-আলফেসানী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাদ শারমিন, সহকারী কমিশনার মৈত্রী রায়, সহকারী কমিশনার রায়হানুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা সড়িৎ চাকমাসহ স্কুলের শিক্ষকবৃন্দ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক স্কুলের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।