বাসস
  ৩০ অক্টোবর ২০২৫, ১৫:৫৪

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে উদ্যোক্তা সমাবেশ

ছবি: বাসস

রাজবাড়ী, ৩০ অক্টোবর, ২০২৫ (বাসস): তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মো. আজমীর হোসেন এবং সহকারী কমিশনার মো. মিজানুর রহমান। 

বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে তরুণদের উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য দেন জেলা সদরের উদ্যোক্তা মিজানুর রহমান, বালিয়াকান্দি উপজেলার নারী উদ্যোক্তা রাজিয়া খাতুন, মিশ্র চাষী জাহাঙ্গীর হোসেন, তরুণ উদ্যোক্তা জসিম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উদ্যোক্তা সৃষ্টি ও প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় উৎপাদন বাড়ানো সম্ভব। তারা সরকারি সহায়তা ও দিকনির্দেশনার মাধ্যমে উদ্যোক্তা কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে উদ্যোক্তাদের উদ্দেশে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তারুণ্যের শক্তিই জাতির অগ্রগতির চালিকাশক্তি। রাজবাড়ীর প্রতিটি তরুণ উদ্যোক্তা একটি করে নতুন উদ্যোগ গ্রহণ করলে জেলার অর্থনীতি নতুন উচ্চতায় পৌঁছাবে।

উৎসব উপলক্ষে এ দিন স্থানীয়ভাবে জেলার অফিসার্স ক্লাবে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়।