শিরোনাম

সাভার, ২৯ অক্টোবর, ২০২৫ (বাসস): সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্পমন্ত্রী চরন জেথ সিং।
আজ বুধবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেন তিনি। বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি আশুলিয়ার ডিওএইচএস এলাকাসহ দ্য এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এন্ড কনসালটেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
ফিজির বহুজাতিক বিষয়ক আখ ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল দত্ত, দি এ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন এন্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনুসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।