বাসস
  ২৮ অক্টোবর ২০২৫, ১৩:৫৫

৫ ডিসেম্বর প্রথমবারের মত ঢাকায় হচ্ছে স্টুডেন্টস রান ২০২৫

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : প্রথমবারের মত ঢাকায় স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টুডেন্টস রান ২০২৫।

আগামী ৫ ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

স্টুডেন্টস রানে ১২ বছরের বেশি বয়সী দেশি-বিদেশি সকল ছাত্র-ছাত্রী অংশ নিতে পারবেন। 

দুটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একটি সাড়ে ৭ কিলোমিটার ও অপরটি ২ কিলোমিটার ফান রান। রানের ট্যাগ লাইন রাখা হয়েছে-‘অল স্টুডেন্টস আন্ডার ওয়ান আমব্রেলা’।

স্টুডেন্টস রান ২০২৫ এ রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/TBWCTpDMshKTHGC36 রানের যৌথ আয়োজক এস এস কমিউনিকেশন ও ম্যাকার্স বাংলাদেশ। 

৫ ডিসেম্বর হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে সকাল ৬টায় শুরু হয়ে ৭৫ মিনিটের এই রান শেষ হবে হাতিরঝিল এম্পলিথিয়েটারে। পরে বিজয়ী ও রান সম্পন্নকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

আয়োজক প্রতিষ্ঠান এস এস কমিউনিকেশনের প্রধান নির্বাহী শফিউল্লাহ সুমন জানান, ১২ বছরের বেশি দেশের সকল স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একই ছাদের নিচে নিয়ে আশার লক্ষেই এ রানের আয়োজন। 

রাজধানীর পর বিভাগীয় শহরগুলোতে এ রান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

রানকে দৃষ্টিনন্দন ও উৎসবমুখর করতে থাকবে নানা চমক। রান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সবার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।  এছাড়া থাকবে মনোজ্ঞ কনসার্ট আয়োজন।