শিরোনাম

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): সিঙ্গাপুরের সংস্কৃতি, কমিউনিটি ও যুব ও মানবসম্পদ সম্পর্কিত মন্ত্রী দীনেশ বসু দাশ সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)-এর প্রশংসা করেছেন। তিনি এ সংগঠনের দীর্ঘদিনের ভূমিকা নিয়ে আনন্দ প্রকাশ করেছেন, যা বাংলাদেশের ও সিঙ্গাপুরের জনগণের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে অবদান রেখেছে।
রোববার শেভরনস ব্যালরুমে অনুষ্ঠিত এসবিএস এসজি৬০ ডিনার ২০২৫ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় দীনেশ বলেন, ‘চার দশকেরও বেশি সময় ধরে, এসবিএস বাংলাদেশের ও সিঙ্গাপুরের মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করেছে, যা পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব জোরদার করেছে।’ আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার ফেরদৌসী শাহরিয়ারসহ অন্যান্য মাননীয় অতিথিরা উপস্থিত ছিলেন। মিসেস দীনেশ বসুু দাশও অনুষ্ঠানে মন্ত্রীর সাথে ছিলেন।
উৎসবে উভয় দেশের ৪৫০-এর বেশি অতিথি অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক পরিবেশনা, বাংলাদেশী হস্তশিল্প প্রদর্শনী এবং কমিউনিটি রেকগনিশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।
এ উপলক্ষে সোসাইটির প্রধান প্রকাশনা রংধনু (দ্য রেইনবো)’র আনুষ্ঠানিক প্রকাশনা শুরু হয়, যা সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক সৌহার্দ্য উদযাপন করে।
এসবিএস-এর সভাপতি অনুষ্ঠানকে স্মরণ করে বলেন, ‘এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণের মাধ্যমে, এসবিএস বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে একীভূত হওয়ার এবং সংস্কৃতির মধ্যে বন্ধুত্ব ও সংহতি বৃদ্ধি করার অঙ্গীকার পুনঃস্থাপন করছে।’
১৯৮১ সালে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি চার দশকেরও বেশি সময় ধরে সাংস্কৃতিক বিনিময়, কমিউনিটি কল্যাণ ও দুই দেশের মধ্যে পারস্পরিক সদিচ্ছা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।