বাসস
  ২৫ অক্টোবর ২০২৫, ১৬:১৫

হৃদরোগ সারাতে হার্ট ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করে : স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সচিব সাইদুর রহমান রাজশাহীতে ১০০ শয্যাবিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। ছবি: বাসস

রাজশাহী, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান আজ বলেছেন, দেশে হৃদরোগ সারাতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে হৃদরোগ অন্যতম প্রধান স্বাস্থ্য ঝুঁকি ও মৃত্যুর কারণ। এটি প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও উন্নত চিকিৎসায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজশাহীতে ১০০ শয্যাবিশিষ্ট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট (এনএইচএফএইচআরআই)-এর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় সাইদুর রহমান এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব বলেন, এই অঞ্চলে হার্ট ফাউন্ডেশনের পরিষেবা জোরদার করার জন্য সরকারের বার্ষিক অনুদান ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছে। 

তিনি আরো বলেন, ভবিষ্যতে হৃদরোগের চিকিৎসায় অগ্রগতির জন্য আধুনিক প্রযুক্তি চালু, দক্ষ জনবল বৃদ্ধি ও বিশেষায়িত অ্যাম্বুলেন্স যোগ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান ও সিভিল সার্জন ডা. এস. আই. এম. রেজাউল করিম সভায় বক্তব্য রাখেন।

এনএইচএফএইচআরআই, রাজশাহীর পরিচালক অধ্যাপক রইস উদ্দিন অধিবেশনে সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, ২০১৮ সালে প্রতিষ্ঠিত এনএইচএফএইচআরআই, রাজশাহীর পাঁচ তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন বর্তমানে কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং সিসিইউয়ে উন্নত সেবা প্রদান করছে।

সাইদুর রহমান আশা প্রকাশ করে বলেন, এই অঞ্চলের মানুষের সুবিধার্থে হাসপাতালের পরিষেবা শীঘ্রই আরো সম্প্রসারিত করা হবে।