বাসস
  ২৪ অক্টোবর ২০২৫, ১১:০৯

সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২৫ (বাসস): সুনামগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ডিসি পার্কে দিনব্যাপী বৃক্ষরোপণ, খেলাধুলা, উপহার সামগ্রী বিতরণ, স্মৃতিচারণসহ নানা কর্মসূচির আয়োজন করে। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া। 

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুমার পাল, সহকারী কমিশনার গোলাম সাকিব খান, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. সৈয়দ মনোওয়ার আলী, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, অধ্যক্ষ (অব) আতাউর রহমান পীর, শিক্ষাবিধ নুরুর রব চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। 

বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের আলোকবর্তিকা। তাদের সম্মান ও যত্নে আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। পরে অতিথিরা বৃক্ষরোপণ করেন।