বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ২০:২৩
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ২০:২৯

পীরগঞ্জে অটোভ্যানে ট্রাক্টরের ধাক্কায় দুইজন নিহত

রংপুর, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : রংপুরের পীরগঞ্জে অটোভ্যানে ট্রাক্টরের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জামতলা সড়কের সোনাকান্দর কলার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার গঙ্গারামপুরের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৬০) এবং গাইবান্ধার পলাশবাড়ীর মহাদীপুর গ্রামের সোলাইমান (৭০)। আহতদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ।

জানা গেছে, পিয়ারি বেগম ও কয়েকজন প্রতিবেশি তাঁর স্বামী দুলা মিয়ার অটোভ্যানে করে পারিবারিক প্রয়োজনে পীরগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে সোনাকান্দর কলার হাট এলাকায় ইটবোঝাই একটি মাহিন্দ্রা ট্রাক্টর অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিয়ারি বেগম নিহত হন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পথচারী সোলাইমানকে মৃত ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরচালক দ্রুত সটকে পড়েন।

তথ্য নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।