শিরোনাম
ময়মনসিংহ, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শশার বাজার সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমাম পরিবহন’ এর একটি বাস বেপরোয়া গতিতে হালুয়াঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে ওঠার পরপরই বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
নিহতরা হলেন, উপজেলার দাদরা গ্রামের মো. শাহজাহান (৩৮) ও গোয়াতলা শশার বাজার এলাকার শামসুল (৪৫)।
তারাকান্দা থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাসটিকে তারাকান্দা থানা পুলিশ আটকের পর ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।