শিরোনাম
দিনাজপুর, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুর শহরে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, আজ দুপুরে শহরের স্টেশন রোডস্থ মিলেনিয়াম সুইটস ও গনেশতলা মিষ্টি মুখে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানগুলোতে চালান ও লেবেল বিহীন অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল, ঘি, রসমালাই, চানাচুর ও দই সংরক্ষণ এবং বিক্রয় করতে দেখা যায়। এ সময় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা ও অন্যান্য স্টাফবৃন্দ। আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।