বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ১৩:২০

খুলনায় স্ত্রী হত্যায় স্বামী গ্রেপ্তার

খুলনা, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): খুলনায় ছুরিকাঘাতে স্ত্রী ডলি বেগমকে (৪৫) হত্যার দায়ে মো. নাজমুল হাসান মোল্লাকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর লবণচরার ৪ নম্বর কাশেম সড়ক সবুজপল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, এই দম্পতির দুটি সন্তান প্রাপ্তবয়স্ক। পারিবারিক কলহের জেরে নাজমুল তার স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ভোরে ঘুমন্ত অবস্থায় তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে সে। পরে এলাকাবাসীর সহযোগিতায় নাজমুল হাসানকে গ্রেপ্তার করা হয়। 

ওসি সানোয়ার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।