বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৫

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

পিরোজপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন। ছবি : বাসস

পিরোজপুর, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ এ প্রতিপাদ্যে পিরোজপুরে আজ উদযাপিত হচ্ছে  ট্রাফিক সপ্তাহ।

জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, হেলমেট বিতরণ, আলোচনা সভা ও সড়ক নিরাপত্তা বিষয়ক নানা সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, ওসি (তদন্ত) মো.তরিকুল ইসলাম, ট্রাফিক টিআই (প্রশাসন) মো.মনিরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।