বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৮

রংপুরের গঙ্গাচড়ায় গণঅধিকার পরিষদের কমিটি গঠন

রংপুর, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস) :  জেলার গঙ্গাচড়ায় গণঅধিকার পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল বুধবার  রাতে জেলা সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুষারের স্বাক্ষরে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোত্তালেব, সাধারণ সম্পাদক সজীব মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেবলা জান সজীব।

রংপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শেরে খোদা আসাদুল্লাহ বলেন, ‘গঙ্গাচড়া উপজেলা কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করছি। এ কমিটি জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি হাতে নেবে। সকল সদস্যকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’