শিরোনাম
পটুয়াখালী, ২৩ অক্টোবর, ২০২৫ (বাসস): পটুয়াখালীর কুয়াকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ফকির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে দিকে গোড়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল ফকির খাজুরা এলাকার আলী ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল গোড়খাল এলাকায় ঝুলে থাকা মিটারের সার্ভিস লাইন রশি দিয়ে উপরে তুলছিলেন। এ সময় অসাবধানবশত সার্ভিস তার শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তথ্য নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।