বাসস
  ২৩ অক্টোবর ২০২৫, ১০:০৩

শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়

হরিজন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেছে বিএনপি। ছবি: বাসস

শেরপুর, ২৩ অক্টোবর, ২০২৫(বাসস) : শেরপুর শহরের হরিজন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেছে বিএনপি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে নেতৃত্ব দেন। 

ডা. প্রিয়াংকার পক্ষ থেকে তাদের বস্ত্র সামগ্রী ও অন্যান্য উপহার দেওয়া হয় এবং তাদের পর্যায়ক্রমে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, থানা বিএনপির আহ্বায়ক হযরত আলী ও থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং হরিজন সম্প্রদায়ের বিভিন্ন গোত্রের মানুষ।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।