শিরোনাম
নেত্রকোণা, ২২ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ র্যালি ও আলোচনাসভা সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসন ও বিআরটিএ- এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি' শীর্ষক প্রতিপাদ্যে এক আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার -এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
সভার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা মূলক তথ্য চিত্র উপস্থাপন করেন বিআরটিএ নেত্রকোণা সার্কেল -এর পরিদর্শক রুহুল আমিন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নেত্রকোণায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল্ নূর সালেহীন, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি বজলুর রহমান, নেত্রকোণা নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর সাধারণ সম্পাদক আলী উছমান প্রমুখ।