বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৮:০২

কুমিল্লায় তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ 

কুমিল্লায় আজ তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ । ছবি : বাসস

কুমিল্লা, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

আজ বুধবার দিনব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার মজিদপুর ইউনিয়নের লালপুর বাজার, শাহপুর বড় ঘাট, শাহপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ, শিবপুর স্টেশন, মৌটুপী, মজিদপুর, বালুয়াকান্দি ও বাতাকান্দি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ সহকারে পড়ার আহ্বান জানান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

সাধারণ জনগণের উদ্দেশে এপিএস মতিন খান বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারে কাজ করছি। গ্রামের প্রতিটি ঘরে ঘরে সাধারণ জনগণসহ সকল শ্রেণির মানুষ ৩১ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।”

তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, বেকারত্ব দূর হবে।” তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা এমরান সরকার, সাংবাদিক কবির হোসেন ও কলাকান্দি ইউনিয়নের যুবদলের সভাপতি হাবিব সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।