বাসস
  ২২ অক্টোবর ২০২৫, ১৭:১১

কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

আজ কুমিল্লায় কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ। ছবি : বাসস

কুমিল্লা, ২২ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার মুরাদনগর উপজেলায় আজ ফসল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনা হিসেবে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের মধ্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়।  

উপজেলা কৃষি কর্মকর্তা মো. পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান।

এ সময় উপজেলার ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর আলম, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মটরশুঁটি ও বোরো উফসী ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার আরও সাতহাজার তিনশ’জন কৃষকের মধ্যে এ প্রণোদনা পৌঁছে দেওয়া হবে।