বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৫:০৮

দেশের উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তকরণে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশের উন্নয়ন পরিকল্পনায় স্থানিক পরিকল্পনা অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে ৯ সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করেছে পরিকল্পনা কমিশন।

রোববার পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের ডেল্টা অনুবিভাগের উপ-প্রধান মুহাম্মদ আবুল হাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণের উদ্দেশ্যে সুপারিশমালা প্রদানের জন্য নির্দেশক্রমে নিম্নোক্ত বিশেষজ্ঞদের সমন্বয়ে টাস্কফোর্সটি গঠন করা হয়েছে।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির এমেরিটাস অধ্যাপক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-এর সদস্য ড. এ. টি. এম. নুরুল আমিনকে টাস্কফোর্সের সভাপতি করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন : 

*    অধ্যাপক ড. সেলিম রশিদ, এমেরিটাস অধ্যাপক, ইলিনয় বিশ্ববিদ্যালয় এবং সম্মানিত সদস্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স

*    অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স

*    শেখ মুহাম্মদ মেহেদী আহসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স

*    ড. ফারহানা আহমেদ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)

*   এ. কে. এম. রিয়াজ উদ্দীন, সদস্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স

*    সৈয়দ শাহরিয়ার আমিন, সহ-সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স

*    অধ্যাপক মুসলেহ উদ্দীন হাসান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

*    সাধারণ অর্থনীতি বিভাগের প্রতিনিধি, পরিকল্পনা কমিশন

টাস্কফোর্সের কার্যপরিধিতে বলা হয়েছে :

(ক) আগামী দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে হবে, (খ) প্রয়োজনে টাস্কফোর্সে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে, (গ) পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ টাস্কফোর্সকে সচিবীয় সহায়তা প্রদান করবে।