শিরোনাম
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক কর্মকাণ্ড এখন থেকে রাস্তায় আন্দোলনের পরিবর্তে সংসদকেন্দ্রিক হতে হবে। পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে শক্তিশালী করার মূল মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি আজ শনিবার রাজধানীর গ্রীন রোডে পানি ভবনের মাল্টিপারপাস হলে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে এসব কথা বলেন।
ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছরে যেসব জঞ্জাল তৈরি করেছে, সবকিছু এক বছরের মধ্যে ঠিক করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসা পার্লামেন্টারি ব্যবস্থাকে শক্তিশালী করার দিকে নজর দিতে হবে। সমস্ত কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করতে হবে। এটা না করলে পার্লামেন্টারি ডেমোক্রেসি কার্যকর হবে না।’
তিনি আরও বলেন, পৃথিবীর যেসব দেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি সফল হয়েছে, সেখানে সংসদই রাজনীতির কেন্দ্রবিন্দু। আমাদেরকেও রাস্তায় আন্দোলন থেকে উঠে সংসদে কাজ করতে হবে। কতদিন রাস্তায় থাকবেন? আমরা ৫০ বছর রাস্তায় চলেছি।
ফখরুল জাতীয় সনদের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে দেখিয়েছি, ছোটখাট ভিন্নতা দূর করে রাজনৈতিক দলগুলো একত্রিত হতে পারে। আগামী নির্বাচনে এই সমন্বয় বজায় রেখে একটি অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, তারা পার্লামেন্টকে প্রাণবন্ত করবেন এবং এটি হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে শ্রমিকসহ সকল শ্রেণির দাবি-দাওয়া পূরণ ও স্বীকৃত হবে।
তিনি আরও উল্লেখ করেন, সংঘর্ষ বা সহিংসতার ঘটনা গণতন্ত্রকে সাহায্য করবে না। সম্প্রতি সংসদ ভবনের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এ ধরনের ঘটনা গণতন্ত্রকে ক্ষতি করে। তাই সকলের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। অন্তর্র্বর্তীকালীন সরকার ইতোমধ্যে যতটুকু সম্ভব ভালো কাজ করার চেষ্টা করছে। তবে এক বছরের মধ্যে সব জঞ্জাল দূর করা সম্ভব নয়।
সম্মেলনে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের নতুন নেতৃত্ব হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে সভাপতি ও হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, পানি উন্নয়ন বোর্ডের মোস্তফা খান, আইয়ুব আলী, আবু সালেহ মো. তোফায়েল চৌধুরী, ফরিদ উদ্দিন খান, মাহমুদুল করিম, মাহবুবুল হক রিপন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সুমন ভূঁইয়া ও উত্তরের কামরুজ্জামান।