শিরোনাম
ঝালকাঠি, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটায় শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলেদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বার্থে আগামী ৭ দিন কেউ মাছ ধরতে যাবে না। আপনার পরিবার ও সন্তান নিশ্চয়ই চান না আপনি জেলে যান। দেশের স্বার্থে ইলিশ রক্ষায় আমরা এবার বেশ সিরিয়াস। পৃথিবীর ৮০ শতাংশ ইলিশ উৎপাদন হয় আমাদের দেশে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মৎস্য অধিদপ্তর বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমিন তালুকদার।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। মতবিনিময় সভায় ওই এলাকার শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।