শিরোনাম
নওগাঁ, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলায় দিন-রাত সমান তালে বিএনপির ৩১ দফা রূপরেখা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম।
দলের এই ঘোষিত রূপরেখা ছড়িয়ে দিতে তিনি নিজেই মাঠে নেমেছেন। দিনের বেলায় হাট-বাজার, চা স্টল ও খেলার মাঠে আর রাত হলে ছুটছেন গ্রামেগঞ্জে, মানুষের বাড়ি বাড়ি।
তাকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার বেনীপুর এলাকায় আদিবাসী নারী-পুরুষদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায়।
নুরুল ইসলাম জানান, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনগণের মুক্তি ও পরিবর্তনের অঙ্গীকার। আমরা চাই প্রতিটি মানুষ জানুক—আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই।’