বাসস
  ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৩০

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস): চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রিবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

শুক্রবার রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন বিওসি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার লক্ষ্মীপুরের মো. সোহেল (২৫) এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের জঙ্গল খৈয়ার মো. আবু বক্কর সিদ্দিক (১৪)।

আজ (শনিবার) দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শী নৈশপ্রহরী সাহাব উদ্দীন জানান, ডিউটিরত অবস্থায় বিকট শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন একটি মোটরসাইকেল পড়ে আছে। আর তার কিছুদূরে দুই আরোহীর রক্তাক্ত দেহ পড়েছিল। সে সময় চট্টগ্রামগামী একটি এসি বাস দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর দোহাজারী হাইওয়ে থানার একটি টিম মরদেহগুলো উদ্ধার করে।

ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা যায়, সোহেল চট্টগ্রাম শহরের একজন ব্যবসায়ী ও দুই সন্তানের জনক। সিদ্দিক তার দোকানের কর্মচারী। 

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।