শিরোনাম
বরিশাল, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস): আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বরিশাল অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ (শনিবার) সকাল ১০টা থেকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা শুরু হয়।
মতবিনিময়ে বরিশালের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
বিকেলে সিইসি নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালের বিভাগীয় প্রশাসন ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।