বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ১৬:২৪

মির্জাপুর ক্যাডেট কলেজে এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫

ছবি : বাসস

টাঙ্গাইল, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য অর্জন করেছে।

এ বছর ৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শভদের মধ্যে ৪২ জন বিজ্ঞান বিভাগ ও ৪ জন মানবিক বিভাগের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাসজুড়ে আনন্দ উদযাপন করেন।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সাল বলেন, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, শিক্ষক মণ্ডলির তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।