শিরোনাম
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরের রূপনগরে মঙ্গলবার একটি ওয়াশিং প্লান্ট ও পার্শ্ববর্তী কেমিক্যাল গুদামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
ডিসিসিআই বোর্ড অব ডিরেক্টরস ও সকল সদস্যের পক্ষ থেকে সংগঠনের সভাপতি তাসকিন আহমেদ নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি আহতদের দ্রুত আরোগ্যের জন্য যথাযথ চিকিৎসা সেবার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।
ডিসিসিআই ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিল্প প্রতিষ্ঠানের ভবনসহ অন্যান্য স্থাপনা নির্মাণে অগ্নি-নিরাপত্তা মান ও নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করে।
তাসকিন আহমেদ বলেন, অগ্নি-নিরাপত্তা বিধি যথাযথভাবে বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
সংগঠনটি আরও উল্লেখ করে, জীবন ও সম্পদের সুরক্ষার স্বার্থে শিল্প ও আবাসিক ভবনে কার্যকর অগ্নি-নিরোধ ব্যবস্থা বাস্তবায়নে সরকারি ও বেসরকারি উভয় খাতের যৌথভাবে সচেতনতা বৃদ্ধি ও পদক্ষেপ গ্রহণ করা উচিত।