বাসস
  ১৩ অক্টোবর ২০২৫, ১৯:৫০

সামাজিক নিরাপত্তায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ে অনলাইনে আবেদন আহ্বান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় ভাতা ও উপবৃত্তির সুবিধাভোগী বাছাইয়ের জন্য অনলাইনে আবেদন আহ্বান করেছে সমাজসেবা অধিদপ্তর।

আজ সোমবার সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পত্রে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে, অনগ্রসর ও চা-শ্রমিকদের ভাতা ও উপবৃত্তি প্রদানের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে।

সে লক্ষ্যে জিটুপি পদ্ধতিতে ভাতা প্রদানের সুবিধার্থে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন গ্রহণের জন্য আজ ১৩ অক্টোবর থেকে আগামী ৬ নভেম্বর, ২০২৫ পর্যন্ত ফংং.নযধঃধ.মড়া.নফ/ড়হষরহব-ধঢ়ঢ়ষরপধঃরড়হ লিংকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের পূর্বে এ বিষয়ে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও তথ্য এন্ট্রির সময় নিম্নোক্ত নির্দেশাবলী পালন করতে হবে।

প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে অবশ্যই সুবর্ণ নাগরিক কার্ড থাকতে হবে এবং ডিআইএস’র সঙ্গে যাচাই করতে হবে।

অনলাইন আবেদনে আবেদনকারীদের অবশ্যই প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় সিম-এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১ এপ্রিলের পরিপত্রটি অনুসরণ করতে হবে। ব্যাংক হিসাবের ক্ষেত্রে আবেদনকারীদের সাথে যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর প্রদান করতে হবে।

আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে, তিনি এ সুবিধার জন্য বিবেচিত হবেন না।

পূর্বে অনলাইনে আবেদন করে থাকলে (অপেক্ষমান তালিকা যদি থাকে) পুনরায় অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই।

অনলাইনে প্রাপ্ত আবেদন এবং পূর্বের অনলাইনে আবেদন তালিকার (অপেক্ষমান তালিকা যদি থাকে) ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে।

বিদ্যমান নীতিমালা অনুযায়ী (অপেক্ষমান তালিকা প্রস্তুতসহ) প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইপূর্বক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।

অনলাইন আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীগণ ১ জুলাই, ২০২৫ তারিখ থেকে ভাতা প্রাপ্য হবেন।

এমতাবস্থায়, আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিসসমূহকে উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

যে কোন প্রয়োজনে সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য, বিভাগীয় সমাজসেবা কার্যালয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহের পরিচালকদের পাঠানো হয়েছে।

এছাড়া দেশের সব জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক, সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজ সেবা কর্মকর্তাদের কেউ পত্রের অনুলিপি দেয়া হয়েছে।