শিরোনাম
খুলনা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : খুলনা নগরীর খালিশপুরে দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জোড়াগেট জিয়া স্কুলের সামনে এ ক্যাম্পের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড এস এম শফিকুল আলম মনা।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দল খুলনা মহানগর শাখা এ ক্যাম্পের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. শফিকুল আলম মনা বলেন, মানবতার সেবাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আজ যারা এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিচ্ছেন, তাদের অনেকেই হয়তো কোনোদিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেননি। তাদের মুখের হাসিই আমাদের রাজনীতির সাফল্য। বিএনপি বিশ্বাস করে—সেবা, সহানুভূতি ও মানবিকতাই জাতিকে একত্র করতে পারে, বিভাজন নয়।
শফিকুল আলম মনা বলেন, বিএনপি শুধু রাজনীতির মঞ্চে নয়, মানবতার ময়দানেও কাজ করতে চায়।
আমাদের নেতাকর্মীরা নিজেদের অর্থে ও সময় দিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন—এটাই প্রকৃত জনসেবা, এটাই মানবতার রাজনীতি।
তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো মানে ভোটের রাজনীতি নয়—এটা হৃদয়ের রাজনীতি। আমাদের বিশ্বাস, মানুষের দোয়া আর ভালোবাসার রাজনীতি কোনো সময় ব্যর্থ হয় না। বিএনপি সবসময় মানবতার পাশে, ন্যায়ের পাশে এবং জনগণের পাশে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মিন্টু কাজী, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপি সম্পাদক শেখ নুরুল ইসলাম, মো. খলিলুর রহমান, আনিসুর রহমান, মৎস্যজীবী নেতা মো. আব্দুর রহমান, মো. আলমগীর তালুকদার, আলমগীর হোসেন রাজা, জসিম উদ্দিন খাজা, লোকমান মোল্লা, কামরুজ্জামান বাদশা, মো. আল-আমিন, মো. আজাদ, ওহিদুজ্জামান শাহিন প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু ও বক্ষ রোগের চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।