বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৫:৪৪

রংপুরে ভেজাল গুড় উৎপাদনে কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা

রংপুর,  ১০ অক্টোবর, ২০২৫ (বাসস): মহানগরীর দর্শনায় ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে ‘মা-বাবার দোয়া গুড়’ নামের একটি গুড় তৈরির কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে কারখানার মালিক নুর মোহাম্মদকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেন আদালত।

আজ শুক্রবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, কারখানাটিতে নিম্নমানের চিনি, ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রঙ মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে নোংরা পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণের অভিযোগও পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, তাকে দোষী সাব্যস্ত করে জরিমানা  অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে খাদ্যপণ্যে ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।