শিরোনাম
রংপুর, ১০ অক্টোবর,২০২৫( বাসস):বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা শহরের ঐতিহ্যবাহী কেরামতিয়া মসজিদে দোয়া মাহফিল হয়েছে।
বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী খান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করবেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
জেলা বিএনপির আহ্বায়ক জেলার সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিকেল ৩টায় শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
জেলা বিএনপির দপ্তরের দায়িত্ব হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।