বাসস
  ১০ অক্টোবর ২০২৫, ১৪:৩৪

খাগড়াছড়িতে কঠিন চীবর দান উদযাপন

ছবি : বাসস

খাগড়াছড়ি, ১০ অক্টোবর,২০২৫(বাসস):জেলার  বিভিন্ন বৌদ্ধ বিহারে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন হচ্ছে। 

আজ শুক্রবার সকালে জেলা সদরের ধর্মপুর আর্য্য বন বিহার ও যংড বৌদ্ধ বিহারে এ দানোউৎসব পালিত হয়। এই কঠিন চীবর দান উপলক্ষে  সকাল থেকে এ বিহার গুলোতে  ফুলপুজা, বুদ্ধ পুজা, দেশ জাতি তথা সকল প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চলশীল গ্রহনের পর বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিখকার,

কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানা বিধ দান ও স্বধর্ম শ্রবন নানা অনুষ্ঠান অনুষ্টিত হয়।

এছাড়া সন্ধ্যায় রয়েছে হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলন।

অনূষ্ঠানে রাঙ্গামাটির রাজ বনবিহারের আবাসিক প্রধান  প্রজ্ঞালংকার মহাথের ভান্তে উপস্থিত নর- নারীদের ধর্মীয় দেশনা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারের দেড় শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও হাজারো পূর্ণাথী অংশ গ্রহন করেন।

মূলত বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারনা পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর শুরু হয় মাসব্যাপী এই দানোত্তম কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্ম মতে দানের মধ্যে শ্রেষ্ট বলে, দানোত্তম বলা হয়, এই দানের ফল অপরিসীম বলে মনে করেন বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা।