শিরোনাম
পিরোজপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পিরোজপুর জেলা শাখার নবনির্বাচিত নেতাদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান।
সাঈদ খান তার বক্তব্যে বলেন, বিএনপি মানুষের সম্পর্ক পুনর্গঠন ও ভেঙে যাওয়া সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। তারেক রহমানের ঘোষিত ‘৩১ দফা’র বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চান বলেও জানান তিনি।
পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মিঠু।