শিরোনাম
মেহেরপুর, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : মেহেরপুরে ‘কেমন মেহেরপুর চাই’ শিরোনামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শনিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এনসিপির নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রথম প্রভাত এসেছিল এই মেহেরপুর থেকেই। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল এখানেই। এ মাটির ইতিহাস গৌরবময়। এখন সময় এসেছে, সেই গৌরবকে নতুন করে জাগিয়ে তোলার। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এক নতুন আশার আলো দেখিয়েছে। সেই অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে জনসেবামূলক রাজনীতি করতে চাই।
তারা বলেন, আমরা বিশ্বাস করি—জনগণই দেশের আসল মালিক, আর তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান ও প্রথম অঙ্গীকার।
এনসিপি তাদের অঙ্গীকার হিসেবে মেহেরপুরের উন্নয়নের জন্য ১৩ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যুব সমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি, নারীর উন্নয়ন ও কর্মসংস্থান, রেল যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা, দুর্নীতি দমন ও সুশাসন, মেহেরপুর পার্লামেন্ট গঠন ইত্যাদি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো: মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বি, জেলা কমিটির সদস্য (অর্থ) মো. তামিম ইসলাম, জেলা কমিটির সদস্য (দপ্তর) হাসনাত জামান সৈকত, জেলা কমিটির সদস্য (লেয়াজু) মাহাবুব-ই-তৌহিদ রবিন, জেলা কমিটির সদস্য আমির হামজ প্রমুখ।
এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।