শিরোনাম
চট্টগ্রাম, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ওমর ফারুককে (২২) গ্রেফতার করেছে র্যাব-৭।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলার ঢালীর ঘাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার র্যাব-৭ চট্টগ্রামের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ.আর.এম মোজাফফর হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ওমর ফারুক চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম মুরাদপুর জেলে পাড়ার বাসিন্দা।
র্যাব জানায়, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করা হয়েছিল।
মামলায় একাধিক আসামির বিরুদ্ধে গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ওমর ফারুক ছিলেন মূল পরিকল্পনাকারী এবং সরাসরি অংশগ্রহণকারী।
তাকে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতরের জন্য র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।