শিরোনাম
নেত্রকোণা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়া উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত কিশোর সিফাত জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। সে কিশোরগঞ্জের একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির সামনে একটি নারকেল গাছে উঠেছিল কিশোর সিফাত। নারকেল গাছের সাথেই বিদ্যুৎ-এর প্রধান লাইন। একপর্যায়ে নারকেল গাছের কাঁচা ডালের সাথে বিদ্যুতের লাইনের স্পর্শ লাগতেই সিফাত বিদ্যুৎস্পৃষ্ট হয়। খবর পেয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ বন্ধ করার পর স্থানীয়রা গুরুতর অবস্থায় সিফাতকে গাছ থেকে উদ্ধার করেন। পরে সিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে কিশোর সিফাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।