বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ১৯:৪০

পালাউয়ের প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ 

পালাউতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। ফাইল ছবি

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস): পালাউতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ সেদেশের প্রেসিডেন্টের কার্যালয়ে পালাউয়ের প্রেসিডেন্ট সুরঞ্জেল এস. হুইপসের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন।

আজ এখানে প্রাপ্ত এক বার্তা অনুসারে, মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহমুদ বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।

তিনি প্রেসিডেন্ট হুইপসকে বাংলাদেশে বিশেষ করে রপ্তানি বৈচিত্র্য, সামাজিক উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরের মতো ক্ষেত্রগুলোতে বিগত ৫৪ বছরে অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থ-সামাজিক সাফল্য সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রদূত পালাউয়ের সাথে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার জন্য বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারিত্বে সহযোগিতার সুযোগের উপর জোর দেন।

তিনি জলবায়ু পরিবর্তন, অভিযোজন এবং সমুদ্র বিষয়ক সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি উলে¬খ করেন যে, বাংলাদেশ এবং পালাউ উভয় দেশই জলবায়ু সংশ্লিষ্ট প্রভাবে অনুরূপ ক্ষতির সম্মুখীন। 

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট হুইপস রাষ্ট্রদূতের মেয়াদকালে তার সাফল্য কামনা করেন।

তিনি রাষ্ট্রদূতকে সকল সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য পালাউয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।