বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ১৭:১৮

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারে জেলা প্রশাসনের সহায়তা

খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ছবি: বাসস

খাগড়াছড়ি, ৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।

ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে আজ শুক্রবার দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে ও সদর উপজেলার সংলগ্ন স্বনির্ভর বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি চাল এবং ৭৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রশাসনের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে বলে স্থানীয়রা মনে করছেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা, জেলা বিএনপির সহ-অর্থ সম্পাদক জহির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন সর্বদা আছে এবং ভবিষ্যতেও তাদের পুনর্বাসনের জন্য যথাসাধ্য সহযোগিতা করা হবে। তিনি আরও জানান, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কঠোর নজরদারি রাখা হচ্ছে।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা সচেষ্ট। সহিংসতায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সব সময় মাঠে রয়েছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।