শিরোনাম
ময়মনসিংহ, ১ অক্টোবর, ২০২৫ (বাসস) : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপন করা হয়েছে ময়মনসিংহের প্রতিটি পূজামণ্ডপে।
আজ বুধবার সকাল থেকে নবমীর কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গতিনাশিনী মহিষাসুর মর্দিনীর আরাধনা। মহানবমীতে ষোড়শ উপাচারের সঙ্গে ১০৮টি নীলপদ্মে পূজিত হন দেবী দুর্গা। সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড় ও উৎসবের আমেজ ছিল চারদিকে। ঢাক-ঢোল, কাঁশর-ঘন্টা আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে উঠে মণ্ডপগুলো। দেবীর আরাধনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মহানবমীর পূজা শেষে অঞ্জলি নিবেদন করেন পূজারিরা।
এছাড়াও সকাল থেকে নগরীর দুর্গাবাড়ি মন্দির, দশভূজা মন্দির, অলকা নদীবাংলা কমপ্লেক্স, মহিলাদের আয়োজনে শীববাড়ি মন্দির, জুবলীঘাট, কালীবাড়ি, আমলাপাড়া মন্দিরসহ বিভিন্ন এলাকায় নির্মিত অস্থায়ী মণ্ডপে দেবী দুর্গার আরাধনা আর অঞ্জলিতে ব্যস্ত থাকেন পূজারি ও ভক্তরা।
বৃহস্পতিবার বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এ শারদীয় দুর্গোৎসব।