বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৭

সিলেটে চব্বিশ ঘণ্টায় পাঁচ জনের করোনা শনাক্ত

সিলেট, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটে নতুন করে পাঁচ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে সিলেটে ৬০ জন এবং সারাবছরে ১৭০ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর কার্যালয় থেকে পাঠানো ডেঙ্গুসংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে ১৬ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে, ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৬ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ৪ জন চিকিৎসাধীন।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন। যার মধ্যে সিলেটে ৩১ জন, সুনামগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ২০ জন, হবিগঞ্জে ৯৬ জন এবং কিশোরগঞ্জ হতে সিলেটে এসেছেন ১ জন। তবে এ বছর সিলেটে ডেঙ্গুতে প্রাণহানির ঘটনা ঘটেনি।