শিরোনাম
সিরাজগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জের কওমী জুট মিলস্ হাইস্কুলে বৃক্ষরোপণ ও আন্তশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান।
এ সময় উপস্থিত ছিলেন কওমী জুট মিলস্ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার সরকার, সিনিয়র শিক্ষক ও স্কুলের পরিচালনা কমিটির সদস্য মাসুদ সিকদার।
এ সময় স্কুলের মাঠের চারিদিকে শিক্ষক ও শিক্ষার্থীরা তিনশটি সুপারি গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে আন্তশ্রেণি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় টাইব্রেকারে দশম শ্রেণি ৫-৪ গোলে নবম শ্রেণিকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।