শিরোনাম
ঝিনাইদহ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় পানি, বায়ু, শব্দ দূষণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক জনসেচতনামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমাননের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, জেলা হোটেল মালিক সমিতির সহ-সভাপতি সাদিকুর রহমান, সধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্লিনিক ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর ইকবাল, জামান জুট মিলসের প্রতিনিধি আব্দুল বাসের পলাশ, মেসার্স ফিউচার ভিশনের মনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় মাটি, পানি ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি শব্দদূষণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। একই সঙ্গে বনজ, ভেষজ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি। বক্তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা না হলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।