বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৮

নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

আজ বৃহস্পতিবার নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক বিতরণ। ছবি : বাসস

নওগাঁ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নওগাঁয় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অধিগ্রহণকৃত ভূমির মূল্যের চেক মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জমির মালিকদের হাতে এই চেকগুলো হস্তান্তর করেন।

এ দিন জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা গ্রামে ৫২ শহীদের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির মালিক শ্রী ধ্রুব কুমার পালসহ দুইজনের হাতে চেক তুলে দেওয়া হয়। মান্দা উপজেলার বিলশ্রীকলা ও নিয়ামতপুর উপজেলাধীন অমরসিংহ মৌজায় শিব নদীর উপর নির্মিত ব্রিজের এপ্রোচ/একসেস সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির মালিক শ্রী মনোরঞ্জন সরকারের হাতে চেক তুলে দেওয়া হয়।

এছাড়া নওগাঁ সড়ক বিভাগাধীন ৩টি আঞ্চলিক ও ৩টি মহাসড়কের প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় নওগাঁ-বদলগাছী সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত স্থাপনার মূল্য হিসেবে আল মামুন, আ. রহমান ও আব্দুল হাকিম মন্ডলের হাতে জমির মূল্য হিসেবে চেক তুলে দেয়া হয়। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ভূমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসকের কাছে আসা মাত্রই প্রক্রিয়া শেষে মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় প্রয়োজন হয়। কিছু কিছু জমির মালিক দেরি হওয়ার কারণে ভিত্তিহীন অভিযোগ করে বসেন যা সত্যিই কষ্টকর।