বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৬
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৮

মুন্সীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময়

আজ মুন্সীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসনের মতবিনিময়। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় দুর্গাপূজা উপলক্ষ্যে অংশীজনদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুর আলম সরকার, উপ-পরিচালক স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় চক্রবর্তী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ফকির, জামায়াতের জেলা নায়েবে আমীর নুরুল হক পাটোয়ারী প্রমুখ। 

সভায় নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়।